নাগরপুরে ১২.৩১১ কি.মিটার বিদ্যূতায়ন উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৫৬৬

টাঙ্গাইলের নাগরপুরে ১২,৩১১ কি. মিটার নির্মিত লাইনের ৬২২জন গ্রাহকের মাঝে বিদ্যূতায়নের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ভারড়া ইউনিয়নের শাখাইল পূর্বপাড়া (ভোর বাজার) গ্রামে ১২.৩১১ কি. মিটার নির্মিত লাইনের ৬২২ জন গ্রাহকের মাঝে বিদ্যূতায়নের উদ্বোধন করেন, প্রধান অতিথি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আবদুল বাতেন।

মেহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যূৎ সমিতির নাগরপুর জোনাল অফিসের ডি.জি.এম বাবু জয় প্রকাশ নন্দী। জহিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেগম মমতাজ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র নাথ সাহা পোদ্দার, অধ্যাপক মো. শহিদুল ইসলাম মেহের আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আহসান হাবিব, ভারড়া উস্মেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. রাজ্জাক প্রমূখ। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।