কালিহাতীতে শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরণ

শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪২ পিএম, সোমবার, ১৩ আগস্ট ২০১৮ | ৬২৯

টাঙ্গাইলের কালিহাতীতে শ্রমিকদের মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস লেখা সম্বলিত গেঞ্জি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩) আগস্ট বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদারের ভাতিজা ফিরোজ তালুকদারের সৌজন্যে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে থেকে শ্রমিকদের মাঝে উক্ত গেঞ্জি বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনছার আলী বি.কম, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।