'জয়ের জন্যে দলকে চাপ দেননি পুতিন'

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ এএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৫১৮

বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের জন্য দলকে কোনো ধরনের চাপ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং দলকে একেবারেই নির্ভার হয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন তিনি। এমনটাই জানিয়েছেন রাশিয়া দলের কোচ স্তানিস্লাভ চেরচেশভ।

তিনি বলেন, 'স্পেনের বিপক্ষে ম্যাচে প্রাণপণ লড়াই করে জিতেছে রাশিয়া। বিভিন্ন মহলে কথা উঠেছিলো, এ ম্যাচে জয় পেতে দলের ওপর প্রেসিডেন্টের চাপ ছিলো। তবে, ক্রেমলিনের একজন মুখপাত্র বলছেন ভিন্ন কথা।'

তিনি আরও জানান, ম্যাচের আগে দলকে শুধু শুভকামনা জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। পাশাপাশি, তাদেরকে কোনো ধরনের চাপ ছাড়াই খেলার পরামর্শ দিয়েছিলেন তিনি। ম্যাচের আগে টেলিফোনে কোচকে পুতিন আরো বলেন, স্পেনের বিপক্ষে হেরে গেলেও, তাদের নিয়ে কোনো সমালোচনা করবেনা কেউ।