গাজীপুরে ফোম তৈরির কারখানায় আগুন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৫৯৭

গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি ফোম তৈরির কারখানার গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে বানজিং বাংলাদেশ লিমিটেড নামের কারখানার পাঁচ তলা ভবনের নিচ তলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে চারপাশে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। কি কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি এখনো।