টাঙ্গাইলে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৫:১৭ এএম, বুধবার, ২০ মার্চ ২০১৯ | ৮০৬

টাঙ্গাইলে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জয়পুরহাটের ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো. রতন (৩৩), মৃত খাতের আলী মন্ডলের ছেলে আলেক চাঁন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি সায়েদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ওসি সায়েদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।