ঠাকুরগাঁও সদর ইউএনও’র মোবাইল ক্লোন, সতর্ক থাকার আহবান

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০১ এএম, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ | ৬৯২

ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে। 

সোমবার এমন খবর সদর উপজেলা ইউএনও'র অফিসিয়াল ফেসবুকে  জানানো হয়েছে। 

ফেসবুক পোস্টে বলা হয়েছে

উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে প্রতারণা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ঠাকুরগাঁও সদরের তার সরকারি বা ব্যক্তিগত কোন নাম্বার থেকেই শিক্ষকদের ফোন করেননি। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।