যশোরে ফেন্সিডিলসহ আটক-১

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | ৫৯১
যশোরে র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক।
 
শনিবার সকাল ৯টার দিকে যশোর কোতয়ালী থানাধীন কাঠপট্রি বাবুল ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মোঃ মাসুদ রানা(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৬ যশোর। আটক মাসুদ রানা কোতয়ালী থানার কেফায়েত নগরের মৃত সোহরাব বিশ্বাসের ছেলে।
 
র‌্যাব-৬ যশোরের ক্যাম্প কমান্ডার ছুরত আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবাসায়ী আটক করি। আসামীর বিরুদ্ধে যশোর  কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪ (খ) রুজু করা হয়েছে।