ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হিরো আলমের রিট

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, রোববার, ৯ ডিসেম্বর ২০১৮ | ৫৩২

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয় বলে জানান তার আইনজীবী মোঃ কাউছার আলী।

বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন হিরো আলম।

সেই আপিল শুনানি শেষে ইসি হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

ইসি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে রিট করেন হিরো আলম।