বেনাপোলে সানসাইটের উপর থেকে অস্ত্র গুলি উদ্ধার

বেনাপোল(যশোর)প্রতিনিধি:
প্রকাশিত: ০৫:২১ পিএম, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | ৬০২

বেনাপোল খলসী সীমান্তে সানসাইটের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

শুত্রবার সকাল সাড়ে ৭টার দিকে খলসী অভয়বাস জাহিদের বাড়ির সানসাইটের উপর থেকে অস্ত্রও গুলি উদ্ধার করে পাঁচ ভুলোট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, পাঁচভুলোট বিওপি’র সদস্যরা অভয়বাস গ্রামের জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির সানসাইটের উপর থেকে পলিথিন মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তলও সিগারেটের খোলের ভিতর থেকে দু’রাউন্ডগুলি উদ্ধার করে।

উদ্ধার পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।