নাগরপুরে ওরিয়েন্টেশন কর্মশালা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯ এএম, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | ৬১৭

টাঙ্গাইলের নাগরপুরে শিশু ও নারী উন্নয়ন সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ওরিয়েন্টেশ কর্মশালা অনুস্থিত হয়েছে।
সোমবার জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মহিলা জিয়াসমিন আক্তার জ্যোস্না, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.লুফল কিবরিয়া, জেলা সিনিয়র তথ্য অফিসার গোলাম আহাদ,উপজেলা স্বাস্থ্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আশরাফ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,সাবেক কমান্ডার মো.সুজায়েত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তারসহ উপজেলা ইউপি চেয়ারম্যান ও গণমান্য ব্যাক্তিবর্গ ছিলেন।