বিএনপির মনোনয়ন ফরম বিক্রি সোমবার থেকে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ৫৭০

সোমবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। মনোনয়ন ফরম ২৫ হাজার টাকার বিনিময়ে পাওয়া যাবে।

সোমবার সকাল দশটা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।

বিএনপির দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে৷

এদিকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিচ্ছে বিএনপি।

রোববার বিকাল ৩টার দিকে চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এর কাছে এ চিঠি পৌঁছানো হয়েছে।