মির্জাপুরে কন্যা সাহসিকা ও কিশোরী ক্লাবের

ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

শামসুল ইসলাম সহিদ, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১০ পিএম, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮ | ৬৬২

মির্জাপুরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কন্যা সাহসিকা ও কিশোরী ক্লাবের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মির্জাপুরের ইউএনও ইসরাত সাদমীন এ বাইসাইকেল বিতরণ করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ইউএনও ইসরাত সাদমীন ছাড়াও অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, কৃষি কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ। পরে কিশোরী ক্লাবের ২৫ ছাত্রীর মধ্যে ২৫টি বাইসাইকেল বিতরণ করেন ইউএনও ইসরাত সাদমীন।