সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৯ পিএম, রোববার, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | ৬২৫

নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় বীরেন পাহান (৩০) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ও রতন (২৬) নামের এক যাত্রী মারাত্নক আহত হয়েছে।

শনিবার সন্ধ্যা উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া মোড় নামক স্থানের সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, সন্ধ্যার দিকে সাপাহার হতে আশড়ন্দ বাজার গামী এক যাত্রিবাহী বাস উক্ত স্থানে পৌঁছিলে বিপরীত দিক হতে আসা সাপাহার গামী একটি যাত্রীবাহী ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে।

এসময় বাসের ধাক্কায় ভ্যান চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ভ্যান যাত্রী রতন গুরুতর আহত হলে সাথে সাথে তাকে সেখান থেকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত ভ্যান চালক বীরেন পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলা উপজেলার আদিবাসী পাড়ার যোগো পাহানের পুত্র এবং আহত রতন সাপাহার সদরের তুড়ী পাড়ার মুকুল এর পুত্র বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।