পুলিশ পিকঅাপ-সিএনজির মুখোমুখী সংঘর্ষে পুলিশসহ অাহত ৮

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | ৭১৬

বগুড়ার শিবগঞ্জে পুলিশেরপিক অাপ গাড়ির সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে পুলিশের এস অাইসহ ৮ জন অাহত হয়েছে। এঘটনায় সিএনজির  ড্রাইভার সহ ২  জনের অবস্থা  অাশঙ্কা জনক।

বুধবার বিকালে শিবগঞ্জ-মোহাস্থান রোডের ফায়ার সার্ভিস অফিসের  সামনে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় পুলিশের এস অাই মোস্তাফিজুর রহমান ড্রাইভার অানোয়ার, কনস্টেবল এমদাদ অাহত হন। অপর ৫ জন অাহতের নাম পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দূর্ঘটনা কবলিত সিএনজি অটো রিক্সাটি উদ্ধার করা হয়েছে। অাহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।