হংকংকে ৮ উইকেটে হারালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | ৫৪৪

১৪তম এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান ইমাম-উল হকের হাফ সেঞ্চুরিতে সহজেই হংকংয়ের দেওয়া ১১৭ রানের টার্গেট টপকে যায় সরফরাজ বাহিনী।

এর আগে টসে জিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নবাগত হংকং। উসমান খান এবং হাসান আলীর গতি আর শাদাব খানের গুগলিতে বিধ্বস্ত হংকং ৩৭.১ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আজিজ খান। এছাড়া ২৬ রান করেন কিঞ্চিত শাহ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন উসমান। দুটি করে উইকেট ভাগাভাগি করেন হাসান ও শাদাব।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ২৩. ৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইনজামাম-আফ্রিদিদের উত্তরসূরিরা। দলের জয়ে সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত ছিলেন ইমাম-উল-হক। এছাড়া ৩৩ ও ২৪ রান করেন বাবর আজম ও ফখর জামান।