'সুচির পদত্যাগ করা উচিত'

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৭ পিএম, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮ | ৭৫৬

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রা'আদ আল হোসাইন বলেছেন, সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সামরিক সহিংসতার জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় নেতা অং সান সুচির পদত্যাগ করা উচিত।

গত বছরের আগস্টে শুরু হওয়া রোহিঙ্গাদের ওপর সামরিক সহিংসতা বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপই নেন শান্তিতে নোবেলজয়ী সুচি। জেইদ রা'আদ আল হোসাইন আরও বলেন, সুচি যেভাবে শুরু থেকেই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তা গভীরভাবে উদ্বেগজনক।

গত সোমবার রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করার জন্য বর্বরতা চালানো হয়েছে তার ওপর প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ। এতে গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয়েছে। কিন্তু মিয়ানমার তা প্রত্যাখান করেছে। মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, তারা কোনো ধরনের অন্যায় করেনি। সূত্র: বিবিসি