সাপাহারে চালকদের কাগজপত্র সঠিক থাকায় গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, বুধবার, ৮ আগস্ট ২০১৮ | ৭৪৮

“আইন মেনে চালাব গাড়ি,নিরাপদে ফিরব বাড়ি” এই স্লোগানে ট্রাফিক সপ্তাহের চতুর্থদিন বুধবার সকাল থেকেই সাপাহার উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেক পোষ্ট বসান সাপাহার থানা পুলিশ। চালকদের কাগজপত্র সঠিক থাকায় তাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এএসপি সামিউল আলম ও ওসি শামসুল আলম সাহ্।

এ রিপোর্ট লেখা পর্যন্তু সকাল থেকেই উপজেলার হাসপাতাল মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে চেক পোষ্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় প্রায় ২০ টি মোটরসাইকেলের মামলা দেওয়া হয়ছে।

অপ্রাপ্ত বয়স্ক চালকদের অভিভাবকদের ডেকে সচেতন করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল আলম এবং ওসি তদন্ত মনির হোসেন সহ থানার অফিসার ও সদস্যগণ।