৮ ফিট অজগর সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, শুক্রবার, ৩ আগস্ট ২০১৮ | ৫৬০

টাঙ্গাইলের করটিয়া থেকে একটি আট ফিট অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার সকালে করটিয়া এলাকায় লোকালয়ের বাঁশ ঝাড় থেকে এ অজগর সাপ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, সকালে কিছু লোক ঝাড় থেকে বাঁশ কাটার সময় দেখতে পায় একটি অজগর সাপ বাঁশে জড়িয়ে রয়েছে। পরে স্থানীয় মো. আলীম মিয়া সাপকে নামিয়ে বস্তাবন্দির চেষ্টা করার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের সাহায্যে বস্তাবন্দি করে।

বনবিভাগ খবর পেয়ে টাঙ্গাইল থানা পুলিশের সহায়তায় সাপটি উদ্ধার করে বিভাগীয় বন কার্যালয়ে নিয়ে যায়।