মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে ৩২ আইডি সরিয়েছে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, বুধবার, ১ আগস্ট ২০১৮ | ৬৪৭

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে এমন ৩২টি আইডি ও পেইজ সরিয়ে ফেলেছে ফেসবুক। কারা এসব আইডি ও পেইজ খুলেছে, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

ফেসবুক বলছে, অনেক বেশি আত্মগোপনে থাকায়, তাদের এখনো শনাক্ত করা যায়নি। অবশ্য সন্দেহজনক ১৭টি ফেসবুক প্রোফাইল ও ৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিহ্নিত করা গেছে। 

এসব প্রোফাইলে সাড়ে নয় হাজারের বেশি পোস্ট পাওয়া গেছে। যেসব পোস্ট নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে মনে করছে ফেসবুক। সন্দেহনজক প্রোফাইলগুলোর প্রায় দেড়শো বিজ্ঞাপনও রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে।