সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৪০ পিএম, বুধবার, ৪ জুলাই ২০১৮ | ৫৫৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭ জন।  তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,  সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটি রাস্তার পাশের একটি বৈদুতিক খুঁটির সঙ্গে ধাক্কা গেলে উল্টে যায়। 

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।