নন্দীগ্রামে চোরাইকৃত ট্রলীসহ আটক ২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৮ পিএম, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮ | ৬৮১

বগুড়ার নন্দীগ্রামে চোরাইকৃত ট্রলী সহ ২ জন কে হাতে নাতে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, ২ জুলাই সোমবার রাত ১২টার দিকে ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বগুড়া নাটোর মহাসড়কে টহল দেওয়ার সময় একটি ট্রলি দেখে তাদের সন্দেহ হয় ।

এসময় পুলিশ ট্রলিটিকে ধাওয়া করে উপজেলার রনবাঘা বাঁশের ব্রীজ এলাকায় ট্রলী সহ ওমরপুর পশ্চিম পাড়ার আব্দুল জলিলের ছেলে সোহেল রানা (২৫) ও শিবগঞ্জ থানার রহবল গ্রামের আব্দুল গফুরের ছেলে সাইদুল ইসলাম (৩০) কে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা উপজেলার পাঁচগ্রামের মহসিন খন্দকারের বাড়ি থেকে ট্রলিটি চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে তাদের ধাওয়া আটক করা হয়।

থানার ওসি মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।