ঘাটাইলে জুয়ার আসরে হঠাৎ ইউএনও ১২টি মোটরসাইকেল জব্দ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শুক্রবার, ২৯ জুন ২০১৮ | ৭৭১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকরাই চৌরাশা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২টি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহম্মেদ।

গতকাল বৃহস্প্রতিবার বিকালে তিনি এই অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান যে, উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকরাইয়ের চৌরাশা এলাকায় প্যান্ডেল টানিয়ে জুয়া খেলা হচ্ছে।

উক্ত খবরের ভিত্তিতে তিনি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে প্রায় দুই শতাধিক জুয়াড়ো দৌড়ে পালিয়ে যায়।

এ সময় জুয়াড়োদের ব্যবহৃত ১২ টি মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এছাড়াও জুয়া খেলার সকল মালামাল জব্ধ করে ঘটনাস্থলেই পুড়িয়ে দেয়া হয়।