নাগরপুরে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরন সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫ পিএম, সোমবার, ৪ জুন ২০১৮ | ৬৩৩

২০২২ সালের মধ্যে দেশ জলাতঙ্ক নির্মূলের লক্ষে টাঙ্গাইল জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে নাগরপুরে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) আসমা শাহীন।

এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিজ উদ্দিন, ভাইস চেয়রম্যান (মহিলা) জিয়াসমিন আক্তার, ডা. রোকোনুজ্জামান, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীর সিডিসি আমজাদ হোসেন। চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, আতোয়ার রহমান কোকা, হাবিবুর রহমান হাবিব, তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জহুরা আক্তার ভানু সিদ্দিকী।

এ সময় উপজেলার স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ কর্মী, সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।