কালিহাতীতে দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪২ পিএম, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮ | ৬০২

টাঙ্গাইলের কালিহাতীতে ২৪ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় ২১ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২০১৭-১৮ অর্থ বছরের কালিহাতী উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতার কোঠা থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান প্রমুখ।