ধনবাড়ীতে ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

হাফিজুর রহমান.মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮ | ৫৪৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী শারমিন।

গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চর সাত্তার কান্দি নাজিমুল হকের মেয়ে সেনের চর আলিম মাদ্রাসার ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী শারমিন আক্তার এর সাথে পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামের গোলাপ আলীর ছেলে সোহেল রানা(২২)এর সাথে এ বিয়ের আয়োজন হয়েছিল।

উপজেলার পাইস্কা ইউনিয়নের ঝিকুটিয়া পশ্চিম পাড়া গ্রামে মেয়ের ফুপা আছর আলীর বাড়ীতে এ বাল্য বিয়ের আয়োজন চলছিল।

গত বৃহস্পতিবার(১৯ এপ্রিল) রাত সাড়ে ৭ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ধনবাড়ী থানা পুলিশ কে সাথে নিয়ে বিয়ে বাড়ীতে গিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন।