সাপাহারে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৭ পিএম, শনিবার, ১৪ এপ্রিল ২০১৮ | ৫৪৮

নওগাঁর সাপাহারে পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা,র‌্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে বিলুপ্ত প্রায় গরুর গাড়ীর বহর নিয়ে মঙ্গল শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন,কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন, সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক,পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলায়মান আলী,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম,থানার অফিসার ইনচার্জ(ওসি) শামসুল আলম শাহ প্রমূখ।