মির্জাপুরে এক মায়ের একসাথে তিন সন্তান প্রসব

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪০ পিএম, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭ | ৫৯৩

টাঙ্গাইলের মির্জাপুরে এক সঙ্গে তিন সন্তান প্রসব করেছেন ফাতেমা আক্তার ঝুমা নামে এক মা।

বৃহস্পতিবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তিনি এই সন্তান প্রসব করেন। ফাতেমা আক্তার ঝুমা পার্শ¦বর্তী সখিপুর উপজেলা সদরে শিমুল আহমেদ এর স্ত্রী। তাদের ময়না নামে ৫ বছরের এক কন্যা সন্তাান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ঝুমা প্রসব ব্যথা নিয়ে কুমুদিনী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা নরমাল ডেলিভারির মাধ্যমে একে একে তিন সন্তান প্রসব করান। তিন সন্তানের মধ্যে দুই পুত্র এক কন্যা সন্তাান রয়েছে।

এদিকে একসাথে তিন সন্তান প্রসবের খবর পেয়ে উৎসুক লোকজন ডেলিবারী ওয়ার্ডে ভিড় করছে বলে জানা গেছে।

কুমুদিনী হাসপাতালে পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার জানিয়েছেন নবজাতকদের অবস্থা স্বাভাবিক নয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করার পরামর্শ দেয়া হয়েছে।