বগুড়ায় গা‌ছের সা‌থে বা‌সের ধাক্কায় নিহত ১

বগুড়া প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১১:০১ এএম, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ৫৫৮
বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় বাস‌টির সুপারভাইজর তুষার মিয়া  (৪৫) নিহত হয়েছেন।
 
‌নিহত তুষার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 
 
আজ মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৮ টার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলার আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
 
তিনি আরো বলেন, দুর্ঘটনায় বাসের সুপার ভাইজর তুষারসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তুষার মারা যান।