সাপাহারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১২ পিএম, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮ | ৫৮৭

নওগাঁর সাপাহারে মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে মৃত শিশুটি সাপাহার সদর ইউনিয়নের জামাননগর গ্রাম এলাকার প্রদীপ এর তিন বছরের ছেলে দেব।

হাসপাতাল ও পারিবারিক মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।