টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩ | ৫৪৫

টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলা হল রুমে ডিভাইস বিতরণের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো.ছানোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যোন শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।