ঝিনাইদহে ১০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮ | ৬৫৯

ঝিনাইদহ র‌্যাব এর হাতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ঝন্টু বিশ্বাস (৪৭) নামের এক মাদক ব্যবসায়ী গেফতার হয়েছে। গেফতারকৃত ঝন্টু বিশ্বাস ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের পুত্র।

র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ দৈনিক মাথাভাঙ্গার প্রতিবেদক জাহিদুর রহমান তারিককে বলেন, শনিবার রাত পৌনে বারটার সময়গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড বাজাররের কলা হাট হতে মাদক ব্যবসায়ী ঝন্টু বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর তল্লাসী করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সহ গ্রেফতারকৃত আসামী ঝন্টু বিশ্বাসকে ইবি থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) ধারার মামলা করা হয়।