মির্জাপুরে ট্রেনে কাঁটা পড়ে গৃহবধুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩০ পিএম, রোববার, ৫ জুন ২০২২ | ৫৪৭

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাঁটা পড়ে মমতা আক্তার মিন্নি (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। 

রোববার (৫জুন) সকালে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মমতা আক্তার মিন্নি বাওয়ার কুমারজানী গ্রামের মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী।  

জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে মমতা আক্তার ট্রেন লাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় ইশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তানের জননী ছিলেন।