মির্জাপুরে হরিজন সম্প্রদায়ের মধ্যে নবনির্বাচিত সাংসদের কম্বল বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ | ৮০৮

টাঙ্গাইলের মির্জাপুরের নবনির্বাচিত সাংসদ খান আহমেদ শুভ হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। শুক্রবার বিকেলে মির্জাপুর সরকারি কলেজ মাঠে এই কম্বল বিতরণ করেন।

 এ সময় মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফূল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জাপুর পৌর এলাকার হরিজন সম্প্রদায়ের দেড়শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।