বাসাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২০ পিএম, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ | ৪৭৫

টাঙ্গাইলের বাসাইলে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের  উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপৌলি নলগাইরা বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আয়োজনে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

আব্দুস সবুর সিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ এবং কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ মফিজুর রহমান, শাহিনুর রহমান পান্না, শিপন মিয়া, রাজীব হোসেন প্রমুখ ।