টাঙ্গাইলে একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫ এএম, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১ | ৫৩৩

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৭ জন, মির্জাপুর ও মধুপুরে ৩ জন করে, ঘাটাইল ও গোপালপুরে ২ জন করে এবং কালিহাতীতে একজন রয়েছেন। আক্রান্তের হার ০৭.০৩ ভাগ। গত ২৪ ঘন্টায় একজন মারা গেছে। 

মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৬৫২২ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ২৫৫ জন। আরোগ্য লাভ করেছেন ১১৯৮৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫৪৩ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩২২৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।