আজও টাঙ্গাইলে ২১জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:৫০ এএম, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ | ৬০১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদর ও গোপালপুরে ছয়জন করে, দেলদুয়ারে পাঁচজন, সখীপুরে দুইজন, কালিহাতী ও ঘাটাইলে একজন করে রয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪১৭৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৭জন। আরোগ্য লাভ করেছেন ৩৮৩৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৭৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬০৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।