টাঙ্গাইলে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পণ্ড

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০০ এএম, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | ৫০৪

সরকার কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যা ন্যাক্কারজনক হামলা নারকীয় তান্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশির বাধায় পণ্ড হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে টাঙ্গাইল সক্লাবের সামনে থেকে বিক্ষোভ বের হলে পুলিশ তাতে বাঁধা প্রাদান করেন।

এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।