টাঙ্গাইলে নতুন করে আটজন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:০৮ এএম, রোববার, ২৮ মার্চ ২০২১ | ৬৩৩

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে পাঁচজন, ভুঞাপুরে দুইজন ও মধুপুরে একজন রয়েছেন।

এ নিয়ে রবিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪০৮০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৬জন। আরোগ্য লাভ করেছেন ৩৭৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৫৭২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।