মির্জাপুর প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ | ৬১২

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সাহাপাড়া বাবু বাজারে অবস্থিত প্রতিবন্ধিদের স্কুল লার্ন ্এ্যান্ড লিভ ফাউন্ডেশনর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মা. আলমগীর হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক শাহ্ আল মাসুদ রানা, প্রধান শিক্ষক নাহিদা হক, প্রকৌশলী আরাফাত রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসীর আর্থিক সহায়তায় ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শীতবস্ত্র এবং ২০ জন দরিদ্র মহিলাকে কম্বল দেওয়া হয়।