টাঙ্গাইলে নতুন করে চারজন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০২:০৮ পিএম, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ | ৫৩১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে চারজন ও কালিহাতীতে একজন রয়েছেন।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩৮৪০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৩জন। আরোগ্য লাভ করেছেন ৩৬৩৪ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪০ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৪৮২ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।