ঘাটাইলে মাইধারচালা যুব উন্নয়ন ক্লাবের উদোগে শীত বস্ত্র বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫২ পিএম, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ | ৮৭৮

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইধারচালা যুুব উন্নয়ন ক্লাববের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর ১২টায় মাইধারচালা বাজার প্রাঙ্গণে প্রায় ৪ শতাধিক অসহায় দরিদ্র পরিবাবের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মাইধারচালা যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে ও মাইধারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা:মো.গিয়াস উদ্দিনের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.ইসমাইল হোসেন, মাইধারাচালা যুব উন্নয়ণ ক্লাবের উপদেষ্ঠা ডা:মো.জয়েন উদ্দিন,উপদেষ্ঠামো.বাবলু মিয়া,উপদেষ্ঠা মো.মজনু মিয়া যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মো.রাসেল রানা,প্রতিষ্ঠাতা মনির মন্ডল, ও শরীফ আহম্মেদ লালন, যুব উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি মো.শাহজালাল,সহ সাধারণ সম্পাদক মো.আল আমিন,কোষাধক্ষ এস এম সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক মো.আরিফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছেদ,ক্রীড়া সম্পাদক আসাদ্জ্জুামান জনি,সহ কারী ক্রীড়া সম্পাদক আলআমীন, শহীদ বাপ্পী স্মৃতি সংসদের সহ সভাপতি মো.মোশারফ হোসেনসহ ক্লাবের সদস্যরা।