টাঙ্গাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডে

অলোয়া বড়টিয়া হাই স্কুলে পাঠ্য বই বিতরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | ১২১২

“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল পৌরসভার ৭ নং ওয়াডে অলোয়া বড়টিয়া হাই স্কুলে পাঠ্য বই বিতরণ উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।  

নববর্ষের প্রথম দিনেই সারা দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এই বই পেয়ে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন তারা।

মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা রেডক্রিসেন্ট সোসাটির সাধারন সম্পাদক এম এ রৌফ। এ সময় তিনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেন।