নাগরপুরে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহারের প্রশিক্ষন কর্মশালা

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১ পিএম, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | ৭৫০

টাঙ্গাইলের নাগরপুর বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহারের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে  বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিসিপিএ মধুপুর শাখার কৃষিবিদ মাসুম বিল্লাহ সভাপতিত্বে বালাইনাশকের নিরাপদ ও বিচক্ষণ ব্যবহারের প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন কনভেনর বাংলাদেশ ক্রপ প্রোটেশশন এ্যাসোসিয়েশন ঢাকা চ্যাপ্টার কৃষিবিদ বিধান চন্দ্র পাল, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ আব্দুল মতিন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন শাকিল,  ট্রেজারার কৃষিবিদ মো.আসাদুজ্জামান মাসুদ প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালা শেষে ৩০ আদর্শ কৃষক মধ্যে সনদ বিতরন করে।