টাঙ্গাইলে এসিড মামলায় ব্যবসায়ীর ৫ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:১৭ পিএম, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ৭৩৯

টাঙ্গাইলে লাইসেন্স বিহীন অবৈধভাবে এসিড রাখার দায়ে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া ৫০ হাজার হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেন আদালত।

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এই রায় দেন। দন্ড প্রাপ্ত শাহ আলম (৩৫) কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের আবু বক্করের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর আলী খান বলেন, ২০১৮ সালের ১৪ অক্টোবর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাস্ট্যান্ডে একটি দোকানো অবৈধভাবে এসিড রাখার অভিযোগে দোকানের মালিক শাহ আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার দোকান থেকে লাইসেন্স বিহীন ৪০ লিটার এসিড উদ্ধার করা হয়।

পরে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষী এবং শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন। রায়ের সময় দন্ড প্রাপ্ত শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন ইলিয়াস হোসেন মনির।