ধনবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ | ৫৮৬

টাঙ্গাইলের ধনবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।

১১ নভেম্বর সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিখার চাচী ঝিনুক, বোনসহ স্বজনরা জানায়, শিখাকে মাঝে মধ্যেই যৌতুকের টাকার জন্য মারপিট করত তার স্বামী মোবারক। তবে শিখা আত্মহত্যা করার মত মেয়ে না, তাকে মেরে ফাঁসে টানানো হয়েছে। তবে সঠিক তদন্ত সাপেক্ষে শিখা হত্যার বিচার দাবী করেন।

উল্লেখ্য , গত ৪ বছর আগে ধনবাড়ী পৌর শহরের চালাষ পূর্বপাড়া গ্রামের বারেকের ছেলে রং মিস্ত্রী মোবারকের সাথে একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের শেখ ফরিদের মেয়ে শিখার পারিবারিক ভাবে বিবাহ হয়। নিহত শিখার ঘরে একটি দেড় বছরের ছেলে সন্তান রয়েছে।