অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত নাগরপুরের বিসর্জন উৎসব

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৫ পিএম, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ | ৪৭৮

যেকোন বিসর্জন বা বিদায় বেদনার। আজ দেবী দূর্গার বিদায় সনাতন ধর্মালম্বীদের কাছে বেদনার হলেও অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়েছিল বিসর্জনস্থল।

নাগরপুর পূজা উদযাপন কমিটি মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ মাঠ সংলগ্ন নোয়াই নদীতে বিসর্জন উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। সকল ধর্মের মানুষের পদচারনায় বিসর্জনস্থল মুখরিত হয়ে উঠে। আবির খেলার মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শেষ দিকের এক পশলা বৃষ্টি সকলের আনন্দের মাঝে বাধ সাধলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেবী দূর্গার বিসর্জন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, সাবেক অধ্যাপক রামেন্দ্র সুন্দর বোস, প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা, নীরেন্দ্র পোদ্দার প্রমূখ।