কালীগঞ্জে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১ পিএম, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯ | ৫৫৪

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাস ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ মনিরুজ্জামান (২৪), মোঃ মোরসালিন মিয়া(২৩), মোঃ সজিব মিয়া(১৯),নামরে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ নাজমুল ইসলাম ও তার টিমসহ অভিযান চালিয়ে ০৩(তিন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজমুল ইসলাম ও তার টিমসহ অভিযান চালিয়ে ০৩(তিন) কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ী দেরকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।