অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০ পিএম, শনিবার, ২৪ আগস্ট ২০১৯ | ৫৮৯

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের (মুজিবনগর সরকার) উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ (৯৮ বছর) গতকাল ২৩ আগস্ট ২০১৯ সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে রাজধানির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তৌফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।