টাঙ্গাইলে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০২:৫৮ এএম, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯ | ৫৮১

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের পুকুর থেকে যমুনা বেগম (৭৫) নামে বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। সে শহরের কোদালিয়া এলাকার মৃত আহমদ ফকিরের স্ত্রী। 

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলা পরিষদের এলাকার আশপাশ দিয়ে চলাচল করতেন। গতকাল সন্ধ্যা বা রাতের যে কোন সময় পানিতে পড়ে মারা যায়। সকালে লাশ পানিতে ভেসে উঠলে ফায়ার সাভির্সের ডুবুরি দল লাশটি পুকুর থেকে উপরে তুলে। 

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।