দেলদুয়ারে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৬:৪৭ এএম, মঙ্গলবার, ৬ আগস্ট ২০১৯ | ৬৯৩

টাঙ্গাইলের দেলদুয়ারে রাস্তার পাশের জমি থেকে অর্ধগলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুড়ভুরিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলের দিকে মরদেহটি রাস্তার পাশের এক জমিতে পরে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে অর্ধগলিত ওই মরদেহটি উদ্ধার করে তারা। 

বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া জানান, পুলিশের ধারণা দূর্বৃত্তরা ৫ থেকে ৭ দিন আগে ওই যুবককে হত্যার পর জমিতে ফেলে রেখে যায়। 

উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।